আদমখোর

ঘটনাটি এক বন্ধুর কাছ থেকে শোনা।একদিন তাদের এলাকার এক জেলে শেকেরচর নামক স্থানে এক কবরস্থানের পাশের খালে মাছ ধরতে যায়।সেদিন তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হয় তাই ছোটা ছেলেটাকে সাথে নিয়ে যায়।সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো চারপাশে পৈচাশিক নিরবতা।এক সময় তারা দেখলো খালের ঐ পাশে দুজন আলেম টাইপের লোক তাদের ডাকছে খাল পাড় করে দিতে।তো জেলে তাদের জিঞ্জাসা করে তারা কোথায় যাবে।তারা বলে কবরস্থানে তাদের কাজ আছে এবং কবরস্থানের পাশে মাছ ধরতে নিষেধ করে।কিন্তু জেলে তাদের কথা উপেক্ষা করেই মাছ ধরছিলো।এক পর্যায়ে তাদের চোখ যায় কবরস্থানে এবং তারে দেখে ঐ দুজন লোক কবরের এক লাশ ভিবত্‍স ভাবে খাচ্ছে আর লাশের পচা গন্ধে চারপাশ ভরে আছে।তাদের দেখে ঐ দুজন একটি মরা মানুষের অঙ্গ তদের নৌকায় ছুড়ে মারে এবং তাদের খেতে বলে।এ দৃশ্য দেখে ছোট ছেলেটি ঞ্জান হারায়।জেলেও অনেক ভয় পায় এবং বাড়িতে ফিরে আসে।তো রাতে আর কারো সাথে তারা এ ঘটনা শেয়ার করেনি।সকালে তাদেরকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।