🌙 ঈদের রাতে ভৌতিক গাছতলা ও রহস্যময় বিড়াল: ভয়ানক এক অভিজ্ঞতা

৭ই জুন ২০২৫, কুরবানী ঈদের দিন এর ঘটনা। আমাদের গ্রামের বলতে গেলে ৯০% মানুষ মুসলিম। সেই হিসেবে আজ অনেক কোরবানি হয়েছে আর এটা কমন বিষয়। অনেক দাওয়াতও আসছে বিশেষ করে স্টুডেন্ট দের কাছ থেকে। যাই নাই কারোর বাড়িতেই কেননা একজনের বাড়িতে গেলে পরে দেখা গেলো অন্যদের বাড়িতেও যেতে হয়।

মূল ঘটনায় চলে আসি। ১২.২০এর দিকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে হাটতে বের হই যা আমার প্রতিদিনের রুটিন। কিছুটা পানিও এসেছে বন্যার + বৃষ্টির সেই হিসেবে চারদিকে ধান ক্ষেতও পানির নিছে। মেইন রাস্তায় পানি উটে নাই অনেকটা বাকি। সেই হিসেবে মেইন রাস্তা দিয়েই হাটতে হয়। ছোট রাস্তা বা অন্য রাস্তা দিয়ে হাটার কোনো উপায় নাই। ১.১০ এর দিকে হবে বাড়ি থেকে একটু দূরে আমার স্কুলের টিক পিছন বরাবর একটা গাছতলা আছে যেখানে অনেক ভৌতিক ঘটনার খবর পাওয়া যায়। 

শোনা যায় যে এখানে নাকি জ্বীন থাকে এদের মাঝে মাঝে দেখা যায় বা গভীর রাতে অনেকে এদের চক্করে পরে অনেক হয়রানি বা ক্ষতির সম্মুখীন হয়েছে। পানি থাকার কারনে মেইন রাস্তা দিয়েই হাটছিলাম।চারদিক খুব শান্ত আর অনেক গরম লাগতাছে। চাঁদনী রাত থাকায় পানির জ্বলজ্বলে দৃশ্যটি অপরুপ লাগছিলো। হাটার সময় হটাৎ করে একটু শব্দ শুনতে পাই । প্রথমে খুব একটা কান দেইনাই। কিন্তু শব্দ টা আসতে যেন প্রখর হচ্ছে। মনে হচ্ছে কেউ কাঠ বা শুকনো গাছ ভাংতাছে এমন কটকট শব্দ। দাড়িয়ে চারদিকে নজর দিয়ে দেখলাম তেমন কিছুই নাই। 

হটাৎ শব্দ টি আবার আসায় সেই গাছতলার দিকে তাকালাম। মনে হচ্ছে কুকুরের মতোই কিছু একটা হবে কালো দেখতে কি যেন নুয়ে নুয়ে খাচ্ছে। ভাবলাম যে আজ তো কোরবানি হয়েছে সেই হিসেবে হয়তো শিয়াল হবে কোথায় থেকে হাড্ডি এনে খাচ্ছে। কিন্তু হাড্ডি ভাংগার আওয়াজ খুবই মারাত্মক ছিলো। মনে হচ্ছে খুব তিক্ন দাত দিয়ে খুব জোরেই খাইতাছে। ১০/১৫ সে. পর হবে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় এটা ভেবে যে" এইখানে যে পরিমাণ পানি কম করে হলেও কোমর সমান হবে(আইডিয়া)। 

ভুতের গল্প

এতো পানিতে একটা শিয়াল তাও এইভাবে হাড্ডি খাবে? অসম্ভব এটা। আমার বুজতে বাকি নাই যে এটা এখানেই থাকে বা এখানেই থাকা কোন খারাপ কিছু। হাতে লাইট ছিলো আমার। ভাবছিলাম লাইট দিয়ে দেখি কি আছে তো একবার মন বলছে, "না থাক,না দেখা টাই ভালো"। মানে আমি একই সাথে দুই টা কথায় পেচিয়ে যাচ্ছিলাম। দেখবো নাকি দেখবো না। যদি খারাপ কিছু হয় তাহলে ক্ষতি করার বা হওয়ার সম্ভাবনা বেশি। 

ঠিক তখনই সেই বিড়াল টা এসে হাজির (যাকে নিয়ে একদিন ভিডিও করে পোস্ট করেছিলাম)। পায়ের কাছে এসে মিউ মিউ করতে লাগলো। প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি আসলো আবার। পরে দেখি সে। অদ্ভুত ভাবে বিড়াল টি আমার ২পায়ের মাঝখান দিয়ে সুধু আসা যাওয়া করছিল এবং বার বার ওই গাছতলার দিকে চাচ্ছিল। হটাৎ করে বিড়াল টা রাস্তা বদলিয়ে উল্টো রাস্তা দিয়ে মিউ মিউ করে হাটতে লাগলো। মনে হচ্ছিলো আমাকে বলছিল যে" আমার সাথে এই রাস্তা দিয়ে আসো"। কিছু না ভেবে তার সাথেই হাটা ধরলাম বাড়ির দিকে। আর পিছনে বার বার সেই শব্দ টা আসছিলো। যতবারই কানে আসছিল ততবারই আমার কেন জানি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল আর ভয় করছিলো। ততবার বিড়াল টাও মিউ মিউ করছিল। কিন্তু অবাক করা বিষয় সে বার বার সামনের দিকে চেয়ে চেয়েই ডাকছিলো। 

মনে হচ্ছিলো সে বলতেছে পিছনে না তাকানো টাই ভালো। আমার স্পষ্ট মনে আছে (মাত্র ৩০ মিনিট আগের ঘটনা) বাড়ির সামনে আসা মাত্রই বিড়াল টি আর নাই। মনে হলো কোথায় জানি ভেনিস হয়ে গিয়েছে। একটু লাইট দিয়ে চারদিক দেখলাম কিন্তু পেলাম না। আর মেইন রাস্তা ছাড়া যাবার আর কোন উপায়ও নাই কেননা চারদিকে পানি আর পানি। তেমন কিছু না ভেবে সোজা বাড়িতে আসলাম। আসার পর মনে হলো যে নেটে দেখেছিলাম মানে পড়েছিলাম এমন যে " গরুর হাড্ডি নাকি জ্বীনদের প্রধান খাবার"আর এই হাড্ডি দিয়েই নাকি যাদু বা খারাপ কালাযাদু করা হয় এমন কিছু কথা। 

যদিও বা আমি সিওর না কেননা এটা ইসলাম ধর্মের কথা তাই ভুল হলে ক্ষমা করে দিবেন বা আসলেই কি এমন কিছু তাহলে জানাবেন কমেন্ট করে।। 


বি:দ্র: কেউ জানলে জানাবেন যে আসলেই কি হাড্ডি নিয়ে এমন কিছু কি আছে বলা বা কতটুকু সত্যি বা আসল কথা টি কি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
sr7themes.eu.org