অপরিচিত সুগন্ধ: এক রাতের অভিজ্ঞতা

আমাদের বাসায় আমি, আব্বু, আম্মু আর আমার ছোট ভাই থাকি। তবে আজকের রাতটা একটু অন্যরকম। আব্বু অফিসের কাজে রাতের শিফটে, আর আম্মু ও ছোট ভাই মেজো খালার বাসায় গেছে। বাসায় আমি একদম একা।

রাত ৩:১৩ বাজে। কিছুদিন ধরে মানসিকভাবে খুবই বিপর্যস্ত লাগছিল। ঘুমও আসছিল না। ভাবলাম, তাহাজ্জুদ নামাজটা পড়ে নেই, হয়তো মনে প্রশান্তি আসবে। অজু করে রুমে ফিরে এলাম, জায়নামাজ বিছালাম, রুমের লাইট বন্ধ করে দিলাম। রান্নাঘর থেকে সামান্য আলো এসে রুমটাকে অন্ধকারের মাঝে হালকা আলোকিত করে রেখেছে।

"আল্লাহু আকবর" বলে হাত বাঁধতেই আচমকা রুমের দরজা বিকট শব্দে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল! একই সময়ে আমার পিছন দিক থেকে পরিষ্কার শুনতে পেলাম, ঠিক আমার কণ্ঠের সাথেই মিলিয়ে আরেকজন বলল—"আল্লাহু আকবর!"

আমার শরীরের প্রতিটি পশম দাঁড়িয়ে গেল! আতঙ্কে পুরো শরীর কেঁপে উঠলো, কিন্তু নামাজের মাঝে আছি, মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না। ভয় পেলেও মন শক্ত করে নামাজ চালিয়ে গেলাম।

নামাজ শেষে দরজা খোলার জন্য হাত বাড়াতেই হঠাৎ অনুভব করলাম, তুলার মতো কিছু একটা আমার হাত স্পর্শ করল! চমকে উঠে দ্রুত দরজা খুলে দিলাম, সাথে সাথে রুমের লাইটও জ্বালিয়ে দিলাম। আতঙ্কে দম বন্ধ হয়ে আসছিল। চারপাশে তাকিয়ে দেখলাম, কেউ নেই।


রাত অনেক হয়ে গেছে, কাউকে ডাকার সাহস পেলাম না। আম্মুকে কল দিতে ইচ্ছা করছিল, কিন্তু এত রাতে চিন্তা করবে বলে জানালাম না। নিজেকে শান্ত করার জন্য ফোনে কুরআনের সুরাহ ছেড়ে দিলাম। দুই হাত মুখে দিয়ে ভাবছিলাম, আসলে কী হয়েছিল আমার সাথে?

ঠিক তখনই, আশ্চর্যজনকভাবে আমার হাতে এক অদ্ভুত সুগন্ধ টের পেলাম। এমন সুগন্ধ আগে কখনও পাইনি! মিষ্টি, মনোমুগ্ধকর, কিন্তু সম্পূর্ণ অপরিচিত!


একটা ব্যাপার বলা হয়নি—আমার রুমের পিছনের জানালা দিয়ে সোজা কবরস্থান দেখা যায়। আমাদের বাসার ঠিক পাশেই সেই কবরস্থান...

অপরিচিত সুগন্ধ: এক রাতের অভিজ্ঞতা

শেষ কথা

আমি জানি না, সেই রাতে আমার সাথে যা ঘটল তা বাস্তব ছিল নাকি কল্পনা। কিন্তু সেই অচেনা কণ্ঠস্বর, দরজার ধাক্কা, তুলার মতো ছোঁয়া আর সেই অপার্থিব সুগন্ধ—সবকিছুই সত্যিই ঘটেছিল! কেউ কি সত্যিই আমার সাথে ছিল সেদিন? নাকি আমি একাই ছিলাম?

অনলাইন থেকে ইনকাম
No comments :

No comments :

Post a Comment