কাতার প্রবাসী ভুত

আমি বর্তমানে কাতারে থাকি,  আমি কয়েক দিন যাবত ছাঁদে রাত দুইটা, তিনটা পর্যন্ত বসে মোবাইলে ভিডিও বা নিউসফিড দেখতাম, হঠাৎ একদিন আমি ছাঁদে থাকা অবস্থায় একটা আগুনের দলা দেখতে পাই,তার কিছু সময় পর আমি গোলাপ ফুলের ঘ্রান পাই, আসে পাসে তাকিয়ে দেখি কোথাও কোন গোলাপ বা অন্য কোন গাছ নাই,ঘ্রানটা ছিলো খুব তিব্র, ঘ্রানটা পাওয়ার কিছু সময় পর আমি অনুভব করতে পারলাম আমার শরীর টা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, প্রচুর পরিমান ঘামতে ছিলাম বিষয় টা আমি ততোটা গুরুত্ব দি নাই! ভেবেছিলাম হয়তো গরম বেশি তাই  এমন হচ্ছে, পরে আসতে আসতে আমার মাথায় প্রচুর পরিমাণ যন্ত্রণা শুরু হলো চোখে ঝাপসা দেখা শুরু করলাম। 


তারপর অনেক কষ্ট করে রুমে এসে সুয়ে পরলাম,ঘুমানোর কিছু সময় পর আমি একটা বয়স্ক লোকের কান্নার আওয়াজ শুনতে পেলাম, ভেবে ছিলাম হয়তো ক্যাম্পর কারো সমস্যা হইছে তাই কান্না করতেছে, পরে মনে হলো একটু দেখি কার কি সমস্যা হইছে, দেখার জন্য মোবাইল হাতে নিয়ে রুম থেকে বের হলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না,কান্নার শব্দ ও কোমে গেলো, রুমে চলে আসলাম, রুমের আসার পর যখন ঘুমাতে গেলাম তখন আমার কানার শব্দ শুনতে পেলাম, সাহস করে আবার বের হলাম তখন মনে হচ্ছিলো ছাঁদে যাওয়ার শিরি থেকে কান্নার শব্দ আসতেছে, তারপর আমি শিরি দিয়ে ছাঁদ পর্যন্ত গেলাম কিন্তু কেউকে দেখতে পেলাম না, ভেবেছিলাম হয়তো মনের ভুল, চলে আসলাম রুমে, তারপর থেকে দুই-তিন দিন পরপর আমি কান্নার শব্দ শুনতে পেতাম, ভেবে ছিলাম ক্যাম্পে কোন সমস্যা আছে, আমি ক্যাম্প চেঞ্জ করে অন্য ক্যাম্পে চলে আসি, কিন্তু এখানে ও আমি কান্নার শব্দ শুনতে পাই।

রাতে ঘুমাতে পারি না, যদিও কোন ভাবে ঘুমিয়ে পরি তখন আমি সপ্নে দেখতে পাই আমি কোন কবরস্থান, গহীন কোন বাগানে, মর্গে বা শ্মশানে একা-একা আছি হয়তো হাঁটতেছি অথবা বসে আছি, কেউ আমারে পিছন থেকে ধরার জন্য আমার দিকে দৌড়ে আসছে.

আমি ঘুমাতে পারতেছি না এক যায়গা বেশি সময় থাকতে পারি না সব সময় অস্থির লাগে আমার,  আমি কোন ভাবে স্বাভাবিক হতে পারতেছি না.

সবসময়ই মাথার ভিতর এটা ঘুরতেছে..…

এমন অবস্থায় আমি কি করতে পারি? কি করলে এ সমস্যা থেকে মুক্ত হতে পারি?

Next Post Previous Post
1 Comments
  • RaOne animation studio
    RaOne animation studio July 28, 2024 at 4:41 PM

    😔

Add Comment
comment url
sr7themes.eu.org