ভুতনি বউয়ের গল্প

বউটা আমার বড্ড কিপটে। সঞ্চয়ের কথা বলে সারা জীবন ডাঁটাচচ্চড়ি খাইয়েই কাটিয়ে দিল।🙄

তা মৃত্যুটাও আমার একটু আলাদা ভাবেই হলো। একপিস পাউরুটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাটের নীচে নামিয়ে রেখেছিলাম। বউ সে ব্যাপারে জানতো না। সঞ্চয়ী বউ আমায় পরেরদিন ব্রেকফাস্টে সেই রুটিই খেতে দেয়। 😣

আহা কী সুন্দর কলেরা শুরু হয়ে গেলো। শরীরের জল শুকিয়ে গিয়ে  আলুর চিপস হয়ে মরে গিয়ে ভূত জন্ম লাভ করলাম সবে দুই দিন হলো।😐

যজ্ঞডুমুরের একটা সরু ডালে বসে পা দোলাছি। আর উঁকি ঝুঁকি মেরে খেদি পেত্নীকে দেখছিলাম। খেঁদি ছিলো আমাদের সক্কলের ক্রাশ পাড়াতুতো বউদি। ভাবলাম একটা ছবি তুলে নিই মোবাইলে এই বেলা । 

হঠাৎ ডাল ভেঙে ভূপতিত। একি ব্যাপার আমার মতো এক শুঁটকের বসে থাকায় তো এ ডাল ভাঙবে না ! উফফ কোমরটা এক্কেরে ভেঙে গেলো মনে হয়। পাশ থেকে নাকি সুরে একজন বললো 

- হঁতচ্ছাঁড়া মিঁনসে ঘঁরে বঁউ রেঁখে এখাঁনে অঁন্য মেঁয়ের দিঁকে নঁজর ! 🤪

তাকিয়ে দেখি আমার কেলেন্দি সুন্দরী গিন্নি। কপালে এক খান লাল সিঁদুরের টিপ পড়ে সাক্ষাৎ মা কালি লাগছে।😲

- তাঁ গিঁন্নি তুঁমি এখাঁনে কীঁ কঁরে এঁলে?🤔

- তুঁমি মঁরে যাঁওয়ার পঁর ভেঁবে দেখলুঁম আমাঁর জঁন্য আঁবার আলাঁদা কঁরে ছঁরাদ্দ কঁরলে অঁনেক খঁরচা হঁবে খোঁকার। তাঁই আঁমিও কঁলকে ফুঁলের বীঁজ খেঁয়ে এঁই জঁনম লাঁভ করলুঁম।😑

মনে একরাশ দু:খ নিয়ে মনে মনে বললুম.....ধন্যি গিন্নি,ধন্যি সঞ্চয়কারী তুমি। আমার জীবন -মরন সব এক করে দিলে !😫

bhoot

যদি দেখার ইচ্ছে হয়🫠 তোমার নিঠুর মনে লয় 🥴 তেঁতুল গাছের নিচে আইসো রাত ১২টার সময় 🙃

রেসিপি দেখুন
No comments :

No comments :

Post a Comment